উইনরারের থিম পরিবর্তন

Friday, July 9, 2010

রার (.rar) ফাইল খোলার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা সাধারণত উইনরার ফাইল ওপেনার সফটওয়্যার ব্যাবহার করেন। উইনরারের ডিফল্ট থিম পরিবর্তন করতে প্রথমে www.mediafire.com/file/ne0mjtvn1v2/WinRar%204.65.rar ঠিকানার ওয়েবসাইট থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। থিম পরিবর্তন করার জন্য WinRAR-VistaV7-48-48.theme নামের ফাইলটিতে ক্লিক করুন। তারপর ুবং বাটনে ক্লিক করুন। এখন WinRAR menu-> Options>Themes এ যান। এখানে Default themes-এর নিচে WINRAR VistaV7-এ ক্লিক করলেই উইনরারে ভিস্তার লুক দেখা যাবে।

0 comments:

Post a Comment