এবার আপনি এখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন। আপনার মেইল ইনবক্স এ গিয়ে অ্যাকাউন্ট টি ভেরিফাই করতে ভুলবেন না। উপরে alertpay তে অ্যাকাউন্ট খুলতে হলেও একই কাজ(মেইল ভেরিফাই) করতে হবে। এবার captchatrader অর্থাৎ এই মাত্র যে সাইট এ অ্যাকাউন্ট খুললেন তার home এর ডান পাশে earn credit এ ক্লিক করুন। এবার স্বয়ংক্রিয় ভাবে একটার পর একটা captcha আসতে থাকবে এবং আপনাকে সেটা খালি ঘরে পুরন করে send বা enter প্রেস করতে হবে। একটা captcha entry করে আরেকটি captcha আসতে কয়েক সেকেন্ড সময় নিবে। আপনার entry সঠিক হলে ডান দিকে সবুজ টিক চিহ্ন আসবে আর ভুল হলে red mark আসবে। কতগুলো loading হতে থাকবে। আপনি আপনার কাজ করে যাবেন। কাজ করতে করতে যদি দেখেন response time out হয়ে গিয়েছে তাহলে reconnect এ প্রেস করলেই হবে। এভাবে প্রতিটি captcha entry করে আপনি পাবেন ৭ ক্রেডিট করে। ১০০ ক্রেডিট আপনাকে নিবন্ধন করার সময় তারা দিয়ে দিবে। আর ৯৫০ ক্রেডিট এ আপনি পাবেন ০.১ ডলার। কম মনে হলে কিছু করার নাই ভাই। এত সহজ কাজে আপনাকে যে তাও কিছু দিচ্ছে এটাই বেশী।
আপনি চাইলে আপনার কোনও বন্ধু বা পরিচিত মানুষ কে এই সাইট এ নিবন্ধন করতে রেফার করতে পারেন। আপনি যার রেফারার হবেন তার প্রতিটি captcha entry এর জন্য আপনি পাবেন ১ ক্রেডিট করে। এভাবে আপনি যদি ১০ জন কে রেফার করেন আর ১০ জন এর প্রত্যেকে যদি ১০০০ করে ১০ দিনে মোট ১০০০০ captcha entry করে তাহলে আপনি পাচ্ছেন ১০দলার ক্রেডিট=১০ ডলার বিনামুল্যে!!! সাথে আপনার কাজ যুক্ত হয়ে মোট আয় টা একেবারে মন্দ হয় না। কাউকে রেফার করার জন্য captchatrader সাইট এ উপরে ডান পাশে account এ ক্লিক করুন। দেখবেন refer your friends এর নিচে একটি বক্স এ আপনার ইউসার নাম সহ একটি লিঙ্ক আছে। ওটা কপি করুন। আপনি যখন কাউকে রেফার করবেন তখন ১ম এ তাকে alertpay তে অ্যাকাউন্ট খুলতে বলুন। এর পরে যখন আপনি captchatrader সাইট টি তাকে সাজেসন করবেন তখন ওই কপি করা লিঙ্ক টি তাকে পেস্ট করে দিন। সহজ কথা হল কাউকে রেফার করতে চাইলে শুধু ওই লিঙ্ক টি কপি করে তাকে পেস্ট করে দিলেই হবে। সে তখন আপনার দেওয়া লিঙ্ক এ ক্লিক করে sign up করলেই আপনি তার রেফারার হয়ে যাবেন।
আজ এ পর্যন্তই।How can You collect Your money?
Just register with
https://www.alertpay.com/?hvKMy1Fbyzpp7Zs7TQFF5Q%3d%3d |
https://www.alertpay.com/?hvKMy1Fbyzpp7Zs7TQFF5Q%3d%3d |
4 comments:
A great news. I want to earn from here.
I want to earn also
I earn from here. thanks
খুব ভালো লিখেছেন ধন্যবাদ ।সময় পেলে আমার ব্লগ টা একটু দেখলে খুশি হবো । ”ইন্টারনেট থেকে আয় করুণ সহজেই”
Post a Comment