কার্যপ্রণালী
ü উপকরণ হিসেবে লাগবে একটি রিমুভাল ডিস্ক, যেমন- পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি।ü আপনার রিমুভাল ডিস্কটি কম্পিউটারে সংযুক্ত করুন।
ü এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান।
ü এখান খেকে User Accounts খুলুন।
ü আপনার ইউজার এ ক্লিক করুন।
ü এখন দেখুন ইউজার একাউন্টের বামদিকে একটি Related Task নামে একটি প্যানেল আছে।
ü উক্ত প্যানেলে Prevent a forgotten password নামে একটি লিংক লেখা আছে।
ü উক্ত লিংকে ক্লিক করুন, একটি উইজার্ড আসবে।
ü Next করুন ও রিমুভাল ডিস্কটি দেখিয়ে দিন।
ü আবার Next করুন।
ü এখন আপনি আপনার ইউজারে যে পাসওয়ার্ড ব্যবহার করেন তা Current user account password এ লিখুন।
ü এবার Next করে Finish করুন।
ü এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও নতুন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে প্রবেশ করুন।
আরেকটা কথা, আপনি যে রিমুভাল ডিস্কটি পাসওয়ার্ড রিসেট ডিস্ক হিসেবে ব্যবহার করছেন, তাতে যদি কোন প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত থাকে তাহলে তার ব্যকআপ করে নিন। তা না হলে আপনি আপনার সকল তথ্যকে ধুলার সাথে মিশিয়ে দিবেন এক নিমিষেই।
তবে এক্ষেত্রে অব্যবহৃত রিমুভাল ডিস্ক ব্যবহার করাই উত্তম/শ্রেয়।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন, আল্লাহ হাফেজ……
No comments:
Post a Comment