আসসালামু আলাইকুম, আবার ফিরে আসলাম ।। আজকে আমার টিউন করার ভুত এ পাইছে।। যারা ব্লগ তৈরি করেন বা ওয়েব সাইট বানান , তারা কম বেশি জানেন লিঙ্ক বিল্ডিং সম্পর্কে । ডিরেক্টরি সাবমিসন এর ই একটা অংশ । আমার টিউন টা খুব একটা বড় করব না , এইটা নিয়ে আর বড় একটা টিউন পরে করব । এই ধরনের লিস্ট আমি অনেক খুজেছি কিন্তু ফ্রী কোথাও খুজে পাইনি। শেষ এ ডলার দিয়েই কিনতে হয়েছে । আপনাদের কাজ এ লাগলেই আমার টিউন টা সার্থক হবে । কমেন্ট করতে ভুলবেন না । আর ও কিছু উপহার আছে যা ধীরে ধীরে দিব । মিডিয়া ফায়ার লিঙ্ক http://www.mediafire.com/?ft9ft1wu6t2fvn7
ভাল থাকবেন সবাই…।।
আসলে আমার ভুল হয়েছে। টিউন টা বিস্তারিত করা দরকার।। চোখ রাখবেন ।। আজ রাতের মধ্যেই আপডেট করব।।
ভাল থাকবেন সবাই…।।
আসলে আমার ভুল হয়েছে। টিউন টা বিস্তারিত করা দরকার।। চোখ রাখবেন ।। আজ রাতের মধ্যেই আপডেট করব।।
1 comments:
than you for your good and effective initiative. I copied it
Post a Comment