আপনার মাই কম্পিউটার হতে শেয়ার ডকুমেন্ট বাদ দিন অথবা ডিলিট করুন। (বোনাস হিসেবে একটি প্রয়োজনীয় লিংক)

Sunday, January 30, 2011

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখেছি যে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ভিসতাতে মাই কম্পিউটার খুললে শেয়ার ডকুমেন্ট দেখা যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মাই কম্পিউটারের শেয়ার ডকুমেন্টটি ডিলেট করতে পারবেন। তাহলে শুরু করা যাক।
প্রথমে Run এ যেয়ে regedit লিখে এন্টার চাপ দিন। তার পর নিম্নোক্ত পথটি অনুসরন করুন।
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ Windows\CurrentVersion\Explorer\My Computer\NameSpace\DelegateFolders
নিচে বিস্তারিত স্ক্রীনশট গুলো দেখুন।
চিত্র নং ১
R1 (1) আপনার মাই কম্পিউটার হতে শেয়ার ডকুমেন্ট বাদ দিন অথবা ডিলিট করুন। (বোনাস হিসেবে একটি প্রয়োজনীয় লিংক) | Techtunes
চিত্র নং ২
R1 (2) আপনার মাই কম্পিউটার হতে শেয়ার ডকুমেন্ট বাদ দিন অথবা ডিলিট করুন। (বোনাস হিসেবে একটি প্রয়োজনীয় লিংক) | Techtunes
চিত্র নং ৩
R1 (3) আপনার মাই কম্পিউটার হতে শেয়ার ডকুমেন্ট বাদ দিন অথবা ডিলিট করুন। (বোনাস হিসেবে একটি প্রয়োজনীয় লিংক) | Techtunes
DelegateFolders  তে যাওয়ার পর নিচে সাব কী {59031a47-3f72-44a7-89c5-5595fe6b30ee} ডিলেট করুন।
এবার দেখুন আপনার মাই কম্টিউটারের শেয়ার ডকুমেন্টটি নেই।
আশা করি টিউনটি ভালো লাগলো।
বি: দ্র: উক্ত কাজটি শুধু মাত্র উইন্ডোজ সেভেন ব্যতীত বাকী অন্য সব উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেমে করা যাবে। উইন্ডোজ সেভেনে করা যাবে না কারন, উইন্ডোজ সেভেনের মাই কম্পিউটারে শেয়ার ডকুমেন্ট থাকে না।
**বোনাস**
বোনাস হিসেবে আজকে যে লিংকটি দিবো তা আশাকরি কম্পিউটার শিক্ষায় পরদর্শীতা অর্জনের জন্য আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই সাইটটিতে আপনি বিভিন্ন ধরনের টিউটরিয়াল পাবেন। আশা করি সাইটি আপনাদের পছন্দ হবে।

0 comments:

Post a Comment