সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 গান ভার্সনটি

Friday, February 11, 2011

colonel 1289904450 1 Mustofa 20 সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 গান ভার্সনটি | Techtunes
ছোটবেলায় গলির মোড়ে মোড়ে মোস্তফা নামের গেমটি  (Cadillacs and Dinosaurs)
খেলেননি এমন কাউকে পাওয়া দায়। গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি। তবে অনেকেই একটা পার্থক্য অনুভব করেন পিসিতে খেলতে গিয়ে। গেমের দোকানগুলোর 20 গান, প্লেয়ার চেন্জ সুবিধা, ঝিলিকসহ অনেক সুকিধাই পাওয়া যায়না।
অনেকেই নেটে খোজা খুজি করেন 20 গান ভার্সনটি পেতে। তবে  Cadillacs and Dinosaurs 98 Turbo ভার্সনটি বাণিজ্যিক হওয়ায় কোথাও সহজে পওয়া যায় না। রোমটি শুধুমাত্র কয়েকজনের পিসিতে রয়েছে। যাদের রয়েছে তারা আবার শেয়ার করতে চাননা।
ঈদের শুভেচ্ছার সাথে সাথে আমি গেমটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। মেতে উঠুন পুরোনো স্মৃতির সাথে মোস্তফা গেমের আনন্দে। হ্যাপি গেমিং।
download button সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 গান ভার্সনটি | Techtunes
ডাউনলোডঃ মিডিয়াফায়ার লিংক 6.82 MB ফুল ভার্সন ইমুলেটরসহ।

0 comments:

Post a Comment