তৈরি করুন তাজা রক্তে ভেজা টেস্ট ইফেক্ট

Thursday, February 17, 2011

আশা করছি সবাই ভাল আছেন, অনেক দিন পর টি.টিতে টিউন করছি….

আপনাদের খারাফ লাগলে ক্ষমা করবেন।

আজ ফটোশপের একটি বিশেষ টেস্ট ইফেক্ট নিয়ে টিউন করছি…ccc copy তৈরি করুন তাজা রক্তে ভেজা টেস্ট ইফেক্ট | Techtunes

আসুন দেখি, কিভাবে এরকম একটি ইফেক্ট তৈরি করা যায়….
১। প্রথেম ৪৬০/৪০০ pixels সাইজে এ একটি নতুন ড্রয়িং ফিল্ড তৈরি করি।
২। Foreground color ব্লাক নির্বাচন করে white কালারে Photoshop কথাটি লিখি।
৩। এবার লেখাটা ৯০ ডিগ্রি এঙ্গেলে বাকা করে নেয়ার জন্য Image মেনু হতে Rotate canvas> 90 degree CW> নির্বাচন করি।
৪। ঢেউয়ের মত আকাবাকা ইফেক্ট দিতে এই কমান্ড ব্যবহার করব Filter>stylize>Wind>ok.
৫। ইফেক্টটি আরো বেশী করে দেয়া জন্য কি-বোর্ড থেকে Ctrl+ F ২ বার প্রেস করি।
৬। এবার লেখাটি পূর্বের মত সোজা করে নেয়ার জন্য Image মেনু হতে Rotate canvas> 90 degree CCW প্রেস করি।
৭। এবার আকাবাকা ধারা গুলো তৈরি করতে Filter মেনু হতে Distort > Ripple প্রেস করে এমাউন্ট ১০০% রেখে ok প্রেস করি।।
৮। এবার সাদা লেখাটি লাল করতের মত করতে background color লাল নির্বাচন করে Filter> Sketch> Stamp> Light balance 36, Smoothness 18 দিয়ে ok প্রেস করি।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চমৎকার একটি লাল রক্তাক্ত টেস্ট ইফেক্ট।
ধন্যবাদ সবাইকে।


0 comments:

Post a Comment