নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!

Friday, February 11, 2011

Tuniac নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
সনি একিসকন মোবাইলে Track ID নামের একটি চমৎকার সফটওয়্যার রয়েছে। মনে করুন রেডিওতে বা টিভিতে কোনো নাটকে গান বাজছে, গানটি আপনার পছন্দ হল, ভাবলেন ডাউনলোড করে সংগ্রহ রাখবেন, তবে গানের নাম না জানলে সেটি ডাউনলোড করবেন কিভাবে? সনি এরিকসন মোবাইলের ক্ষেত্রে ফোনটি সামনে রাখলেই সেটি বলে দেয় গানটির নাম, অ্যালবামের নাম, গায়কের নামসহ বহু তথ্য!
এবার আসুন পিসির জন্য তেমন একটি ট্রাক আইডির সন্ধান দেই। পিসিতে যেকোনো নাটক, সিনেমা চলার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কোন অ্যালবামের গান, গায়ক কে, ঝটপট জেনে ফেলতে পারবেন সফটওয়্যারটি দিয়ে!
১. টিউনিয়াক নামের মাত্র ৫৩০ কিলোবাইটের এই অসাধারণ ফ্রিওয়্যারটি মিডিয়াফায়ারের এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২. এবার কন্ট্রোল প্যানেলে গিয়ে Sound and Audio Device এ ডাবল ক্লিক করুন।
Untitled 1 copy নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
৩. Audio ট্যাব থেকে Sound Recording এর Voulme এ ক্লিক করুন।
Untitled 2 copy নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
৪. Option থেকে Properties এ ক্লিক করুন।
Untitled 3 copy নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
৫. Sterio Mix এ টিক দিয়ে OK করুন।
Untitled 4 copy নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
৬. Sterio Mix এর Mute এর টিক তুলে দিন।
ব্যাস হয়ে গেছে কাজ!! icon smile নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
Untitled 5 copy নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
এবার ইন্টারনেট চালু করে ডেস্কটপ থেকে Tunatic সফটওয়্যারটি চালু করুন।
Untitled 6 copy নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes
পিসিতে কোনো গান চালু করুন, সফটওয়্যারটির Click here ti identify Song এ ক্লিক দিন।
…. জেনে যাবেন গানটির নাম, গায়কের নাম!!!
মিউজিক ট্রাক করতে পারার এই সাফল্যে আমার অভিনন্দন গ্রহণ করুন। icon smile নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!  | Techtunes

সীমাবদ্ধতাঃ বাংলা গ্যানের ক্ষেত্রে প্রব্লেম হতে পারে। হিন্দি ও ইংরেজী সহ অন্যন্য দেশের গান মোটামুটি পেয়ে যাবেন।

ডাউনলোডঃ টিউনিয়্যাক, মিডিয়াফায়ার লিংক ৫৩০ কিলোবাইট মাত্র

0 comments:

Post a Comment