আপনারা হয়তো অনেকেই পেন ড্রাইবে বা USB Memory ডিস্ক এ সফট ওয়ারের মাধ্যমে পাসওয়ার্ড দিতে পারেন।
এবার USB Memory ডিস্ক এর পাশা পাশি আপনার রাইট করা DVD অথবা CD তে ও পাসওয়ার্ড দিতে পারবেন। আর এর জন্য Master Voyager একটি চমৎকার সফটওয়ার। এটি দ্বারা কোন DVD/CD অথবা USB Memory ডিস্ককে Password দিলে অন্য কম্পিউটারে দেখার জন্য আপনাকে কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। ভিতরের ডাটা দেখার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই চলবে।
Master Voyager এর মধ্যে CD/DVD burning করার সিস্টেম আছে তাই আলাদা ভাবে কোন burning সফট ইন্সটল করতে হবে না। এট CDR/CDRW/DVD+-R/DVD+-RW disc সাপোর্ট করে।
এ সফট দিয়ে রাইট বা প্রোটেক্ট করার পর অন্য কম্পিউটারে ডাটা গুলো দেখার সময় শুধু মাত্র পাসওয়ার্ড চাইবে। আলাদা কোন সফট এর প্রয়োজন নেই। আরেকটি মজার বেপার হচ্ছে এটি দিয়ে একটি ফোল্ডারের ভিতরের সাব ফোল্ডার গুলোতে ও পাসওয়ার্ড দেওয়া যাবে।
অনেক গুলো ফিচার সমৃদ্ধ এ সফটি প্রায় ১০ মেগা বাইট মাত্র। তাহলে একবার ট্রাই করে দেখুন ।
ডাউনলোড এর জন্য ক্লিক করুন।
ক্র্যাক ফাইল ভিতরে দেওয়া আছে।
0 comments:
Post a Comment