র্ব্যবহারকারীদের জন্য মোবাইলে বিনা মূল্যে এসএমএস অ্যালার্টর্ সেবা চালু করেছে হটমেইল। নতুন এ সেবার মাধ্যমে হটমেইল ব্যবহারকারীরা তাঁদের মোবাইলে মেইল অ্যাকাউন্টের হালনাগাদ সব তথ্য বিনা মূল্যে জানতে পারবেন। তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়ার সুবিধাসহ এই সেবায় আরো রয়েছে মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে মেইল পড়া, উত্তর দেওয়ার সুযোগ। তবে প্রাথমিকভাবে শুধু ভারতের হটমেইল ব্যবহারকারীরাই এ সুযোগ পাবেন বলে জানিয়েছে মাইক্রোসফট ভারত কর্তৃপক্ষ। নতুন এ সেবা চালুর ঘোষণা দিয়ে মাইক্রোসফট জানিয়েছে, হটমেইল ব্যবহারকারীরা শুধু হটমেইলে লগ-ইন করেই তাঁদের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করতে পারবেন। হটমেইল কর্তৃপক্ষ নথিভুক্ত নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানোর পর কোডটি সঠিকভাবে হটমেইল সেটিংস অপশনে বসালেই নথিভুক্ত নম্বরে এসএমএস নোটিফিকেশন পাঠানো হবে। ফলে এ সেবা ব্যবহার করলে মেইল চেক, মেইল করা বা মেইলের উত্তর দেওয়ার জন্য আর কাউকে সাইবার ক্যাফেতে যেতে হবে না।
নতুন এ সেবা চালু করার আগে হটমেইল ব্যবহারকারীরা শুধু জিপিআরএস সমর্থক মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে মেইল ব্যবহারের সুযোগ পেতেন। কিন্তু এখন থেকে যেকোনো সাধারণ মানের মোবাইল থেকেই বিনা মূল্যে এসএমএস অ্যালার্টর্ সেবা ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ভারতে মাত্র এক কোটি ৮০ লাখ ব্যবহারকারীর জিপিআরএস সমর্থক মোবাইল ফোন রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment