ডিলিট হয় না এমন যেকোন ফাইল ডিলিট করুন ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে

Thursday, June 24, 2010

এমন কত ফাইল তো রয়েছে আপনার পিসিতে যা আপনি ডিলিট করতে চান কিন্তু করতে পারছেন না।বিশেষ করে ভাইরাস আক্রান্ত কিছু কিছু ফাইল তো উইন্ডোজ থেকে সরতেই চায় না।এরকম সমস্যায় আপনার কাজে লাগতে পারে “আনলকার” নামের ছোট্ট একটি কাজের সফটওয়্যার।মাত্র ২১৫ কিলোবাইটের এই সফটওয়্যারটি দিয়ে আপনি যেকোন ফাইল করতে পারবেন,মুভ করতে পারবেন,রিনেম করতে পারবেন।http://download.cnet.com/Unlocker/3000-2248_4-10493998.html এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন।এরপর আনলকার ইনস্টল করুন।এখন যে ফাইলটি ডিলিট করতে চান সেটিতে রাইট ক্লীক দিয়ে unlocker অপশনে গিয়ে ফাইলটি আনলক করুন।এখন পুনরায় আনলক অপশনে গেলে একটি ড্রপডাওন মেনু পাবেন,যেখান থেকে সহজেই ফাইলটি delete/move/rename করতে পারবেন।

0 comments:

Post a Comment