পাল্টে ফেলুন উইন্ডোজ আইকন
Thursday, June 24, 2010
উইন্ডোজের নিজস্ব আইকন দেখতে একঘেয়েমি লাগছে? তাহলে উইনআইকন কাস্টমাইজার নামের সফটওয়্যারটি www.speedapps.com/winicon_customizer.htm থেকে ডাউনলোড করে নিন। এখন সফটওয়্যারটি চালু করলে উইন্ডোজের সব আইকন দেখা যাবে। এখানে যে আইকন পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করে ডানে Edit বাটনে ক্লিক করুন। এরপর Relocate এ ক্লিক করে সফটওয়্যারটির ভিতরে দেয়া ৩০০ আইকন থেকে অথবা Open File এ ক্লিক করে আপনার নিজস্ব আইকন এনে নির্বাচন করে Ok করুন। এখন Apply বাটনে ক্লিক করে ফাইল মেনু থেকে Save Modifications এ ক্লিক করে পরিবর্তন কার্যকর করুন।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment