ওয়েবভিত্তিক ই-মেইল সেবা জিমেইলে চাইলে এইচটিএমএল (হাইপার টেক্সট মার্ক-আপ ল্যাঙ্গুয়েজ) স্বাক্ষর যোগ করা যায়। ফলে ই-মেইল প্রেরকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এইচটিএমএলস্বাক্ষর যোগ করার পাশাপাশি ওয়েবসাইট দেখার মুক্ত সফটওয়্যার ফায়ারফক্স ব্যবহার করে এ স্বাক্ষর ব্যবহার করাও যায়।
‘জিমেইল সিগনেচারস’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন) ইনস্টল করলে একসঙ্গে চারটি চার ধরনের স্বাক্ষর যোগ করার সুযোগ পাওয়া যাবে।
অ্যাড-অনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/7757 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়ে ইনস্টলকরে নিতে হবে। এবার জিমেইল খুলে কম্পোজে গেলে (From: এর ডানে) একটি মেনু এবং দুটি বাটন আসবে। ডানের Options বাটনে ক্লিক করে চারটি Signature Labels লিখে সংরক্ষণ (সেইভ) করুন। এবার চারটি লেবেল থেকে যে লেবেলের স্বাক্ষর তৈরি করতে চান, মেনু থেকে সেটি নির্বাচন করে Create Signature বাটনে ক্লিক করুন। এখন Signature HTML Code অংশে এইচটিএমএলসংকেত লিখুন, তাহলে নিচের Signature Preview-এ দেখা যাবে। স্বাক্ষর তৈরি হলে সেইভ করুন। এভাবে চারটি আলাদা স্বাক্ষর তৈরি করতে পারবেন।
এরপর থেকে মেইল পাঠাতে কম্পোজে গেলে প্রথম স্বাক্ষরটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment