টুইট দিয়ে টুইটবুক

Tuesday, June 29, 2010

টুইটারে যারা মাইক্রোব্লগিং করে থাকেন, তাঁদের এ মাইক্রোব্লগগুলো বই আকারেও প্রকাশ করেতে পারেন। টুইট বই তৈরির জন্য www.tweetbook.in সাইটে গিয়ে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে Allow বাটনে ক্লিক করুন। এবার Generate PDF বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইল তৈরি হবে এবং Download PDF লিংক আসবে। এই পিডিএফ ই-বুকটি ডাউনলোড করে নিন।

0 comments:

Post a Comment