গুগল ক্রোমে এক্সটেনশন অকার্যকর করা

Friday, June 25, 2010

গুগল ক্রোমের অতিরিক্ত নানা সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অনেকে গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করে থাকে। এতে ব্রাউজারে অতিরিক্ত সেবা পাওয়া গেলেও অনেক সময় ব্রাউজার ধীরগতির হয়ে যায়। গুগল ক্রোমের এ এক্সটেনশনগুলো সাময়িকভাবে অকার্যকর করতে ক্রোমের সেটিংস অপশন থেকে এক্সটেনশন নির্বাচন করুন। যে এক্সটেনশনটি অকার্যকর করতে চান, সেটি সিলেক্ট করে ডিজ্যাবল অপশন ক্লিক করুন।
ফক্সিট সফটওয়্যারে পিডিএফ পড়াপিডিএফ ফাইল পড়ার জন্য ব্যবহারকারীরা সাধারণত অ্যাডোবি পিডিএফ রিডার সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। কম্পিউটারে পিডিএফ রিডারের বদলে বিকল্প সফটওয়্যার ফক্সিট ব্যবহার করেও পিডিএফ ফাইল পড়া সম্ভব। 'ফক্সিট' সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে www.foxitsoftware.com ঠিকানার ওয়েবসাইট থেকে।

0 comments:

Post a Comment