আপনি যখন আপনার প্রেনড্রাইভটি পিসিতে সংযুক্ত করেন তখন আপনার অজান্তেই নানা ধরনের অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল (যেমন thumbs.db, .trashes, .ds_store ইত্যাদি) আপনার পেনড্রাইভে জমা হয়। এর ফলে প্রেনড্রাইভের পারফর্মমেন্স কমে যায়।তবে Usbfresher নামক একটি সফটওয়্যার দিয়ে আপনি এসব ফাইল অটোমেটিক বা ম্যানুয়েলি ডিলিট করতে পারেন। আর এই সফটওয়্যারটিতে কমন ফাইলগুলোর লিস্ট দেয়া থাকে যা গুলো অটো ডিলিট হয়ে যাবে।চাইলে আপনি ইচ্ছামত ফাইল এর এক্সেটশন যোগ করতে পারবেন। কাজের এই সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারের লোকাল ড্রাইভটিও অপ্রয়োজনীয় ফাইল সরাতে পারবেন। সফটওয়্যারটি এই লিংক থেকে ডাওনলোড করে নিন-
http://www.affinity-tools.com/usbfresher/
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment