বিনা মূল্যে স্ক্রিনশট সফটওয়্যার

Friday, July 9, 2010

কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ই আমাদের কম্পিউটার বা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে হয়। আর এ ক্ষেত্রে অসাধারণ একটি সফটওয়্যার হচ্ছে পিকপিক। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের ইচ্ছানুযায়ী শট নিতে এটি অন্যান্য সফটওয়্যার থেকে বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন  ঠিকানার ওয়েবসাইট থেকে।

0 comments:

Post a Comment