গুগল বাজ
Friday, July 9, 2010
গুগল বাজ একটি সামাজিক যোগাযোগ সেবা। গুগলের ওয়েবভিত্তিক ই-মেইল সেবা জিমেইল ব্যবহারকারীরা এ সেবার মাধ্যমে অপর ব্যবহারকারীর ছবি, ভিডিও, লিংক এবং স্ট্যাটাস দেখতে ও শেয়ার করতে পারে। এ ছাড়া এ সেবার মাধ্যমে গুগলের ছবি শেয়ারিং সাইট পিকাসা, ইয়াহুর ছবি শেয়ারিং সাইট ফ্লিকার, গুগল রিডার, গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব, ব্লগসেবাদাতা ব্লগার ডটকম এবং মাইক্রোব্লগিং সাইট টুইটারের আপডেট পাওয়ার সুবিধা রয়েছে। সামাজিক যোগাযোগসাইট ফেইসবুকের সঙ্গে পাল্লা দিতে গত ফেব্রুয়ারিতে এ সেবা চালু করেছে গুগল কর্তৃপক্ষ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment