Tuesday, September 28, 2010

কম্পিউটারে স্বয়ংক্রিয় সিডি ট্রে ঢোকানো
কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে সিডি ঢোকানোর অপশনও তৈরি করা সম্ভব। http://bit.ly/afXxXv ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করলে closetrayreg এবং closetraycmd নামে দুটি ফাইল পাবেন। closetraycmd তে ডাবল ক্লিক করুন। Copy To Windows Directory এ ক্লিক করুন। Yes/OK করুন। closetrayreg ডাবল ক্লিক করুন। Yes/OK ক্লিক করুন। এখন properties-এ গিয়ে সিডি ড্রাইভের আইকনে ডান ক্লিক করলে close tray অপশন পাবেন। এটি ক্লিক করলে সিডি ট্রে স্বয়ংক্রিয়ভাবে ভেতরে ঢুকে যাবে।

0 comments:

Post a Comment