Tuesday, September 28, 2010

স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম চালু
স্টার্ট মাই ডে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় প্রোগ্রাম, ওয়েবসাইট এবং পছন্দের গান চালানো যায়। এ জন্য www.computertipsandtricks.net/2010/08/automatically-open-programs-websites-and-music-on-pc-startup ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এবার সফটওয়্যার খুলে পছন্দের প্রোগ্রাম, ওয়েবসাইট এবং গান নির্দিষ্ট করে দিন। কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গে আপনার নির্বাচিত প্রোগ্রামগুলোও স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে।

0 comments:

Post a Comment