Friday, October 8, 2010

সফটওয়্যার আনইনস্টলার ব্যবহার
বিভিন্ন প্রয়োজনের কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার
আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।

0 comments:

Post a Comment