কিভাবে সিস্টেম ট্রে হিডেন করতে পারি?

Wednesday, November 10, 2010

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার সিস্টেম ট্রেটি হিডেন করা যায় তা নিয়ে।

উক্ত কাজটি করতে হলে নিচের ধাপটি অনুসরন করুন।

প্রথমত, স্টার্ট এ ক্লিক করে রান এ ক্লিক করতে হবে।

দিত্বীয়ত, রান এ regedit লিখে এন্টার চাপতে হবে।

তৃতীয়ত, এবার নিচের ধাপ মত রেজিষ্ট্রি কিতে যান

Navigate down to following registry key : HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

চতুর্থত, Explorer এ ক্লিক করার পর ডান পাশে যে লিষ্ট গুলো আসবে সেখান হতে যদি আপনি NoTrayItemsDisplay দেখতে পান তাহলে তাতে ডাবল ক্লিক করে ভ্যালু পরিবর্তন করে ভ্যালু দিতে হবে “১” । আর যদি NoTrayItemsDisplay না থাকে তাহলে NoTrayItemsDisplay নামে একটি এন্ট্রি তৈরি করুন এবং এর ভ্যালূ দিন “‌১”।

পঞ্চমত, এবার রেজিষ্ট্রি এডিট বন্ধ করে চলে আসুন।

সর্বশেষে, উপরিউক্ত ধাপগুলো অনুসরন করার পর আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন এবং দেখুন আপনার কম্পিউটারে নিচের ডান পাশে সিস্টেম ট্রে টি হিডেন হয়ে গেছে।

আশা করি আজকের এই টিউনটি আপনাদের ভাল লাগলো। আপনাদের ভালো লাগলে মন্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিবেন। এবং খারাপ লাগলেও তা মন্তব্যের মাধ্যমের মাধ্যমে শতর্ক করে দিবেন।

0 comments:

Post a Comment