ফায়ারফক্সে টেক্সট শোনা

Sunday, November 21, 2010


ফায়ারফক্স মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় সেই সাইটটির টেঙ্টগুলো কথায় রূপান্তর করা যায়। এ জন্য 'স্পিক ইট' নামের অ্যাড অন ইনস্টল করতে হবে। https://addons.moyilla.org/en-US/firefox/ addon/ ৩৫৫২ ঠিকানা থেকে ডাউনলোড করে ফায়ারফক্স ইনস্টল করে নিন। ফায়ারফঙ্ আবার চালু করুন। এবার পছন্দমতো টেঙ্ট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেন্যুর নিচে Say it অপশনে ক্লিক করলেই টেঙ্ট শোনা যাবে।

0 comments:

Post a Comment