মজিলা ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ

Tuesday, November 2, 2010


মজিলা ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ করে কোনো ফাইল ডাউনলোড করলে অল্প সময়ে ডাউনলোড করা সম্ভব। মজিলার অ্যাড্রেস বার-এ about:config লিখে এন্টার চাপতে হবে। এবার "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এবার খালি বক্সে browser.download.manager .scanWhenDone লিখলে নিচে একই লেখার একটি একটি অপশন আসবে। সেখানে ডাবল ক্লিক করলে ডিফল্ট True থেকে False হয়ে যাবে এবং ফাইলের ভাইরাস স্ক্যান বন্ধ হবে।

0 comments:

Post a Comment