ফেইসবুকে আবেগচিহ্ন

Sunday, November 21, 2010


ফেইসবুকে চ্যাট করার সময় বিভিন্ন ধরনের আবেগচিহ্ন বা ইমোটিকন ব্যবহার করতে পারেন সহজেই। এ জন্য প্রথমে https://addons.moyilla.org/en-US/firefox/addon/14013 সাইট থেকে মজিলা ফায়ারফক্স অ্যাড-অনসটি ইনস্টল এবং ফায়ারফক্সটি রি-স্টার্ট করতে হবে। এবার ফেইসবুকে লগ-ইন করুন। চ্যাটবারের ওপরে অনেক ইমোটিকন দেখতে পারবেন। ইমোটিকনগুলোয় ক্লিক করলে আপনার চ্যাট টেঙ্টের সঙ্গে সে চিহ্নগুলোও যুক্ত হয়ে যাবে।

0 comments:

Post a Comment