মাউস ছাড়া টাস্কবারের অ্যাপ্লিকেশন

Tuesday, November 2, 2010


উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারের টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশনগুলো শুধু কি-বোর্ডের সাহায্যেই চালু করা যায়। এ জন্য 'উইন্ডোজ কি' চেপে টাস্কবারে অবস্থানরত আপনার অ্যাপ্লিকেশনটির নম্বর অর্থাৎ ১, ২, ৩, ৪ বা যে নম্বরে অ্যাপ্লিকেশনটি আছে সেটি চাপুন। ধরুন, আপনার টাস্কবারে ৩ নম্বরে চালু আছে মজিলা ফায়ারফঙ্, তাহলে উইন্ডোজ কি চেপে ৩ চাপলেই মজিলা ফায়ারফঙ্ চালু হয়ে যাবে।

0 comments:

Post a Comment