ফায়ারফক্সে ওয়াপ ব্রাউজ করা

Friday, December 31, 2010


ওয়াপ সাইট তৈরী করা হয় মোবাইল সহ পোর্টেবল ডিভাইজের উপযোগী করে, ফলে ওয়েব ব্রাউজারে ওয়াপ সাইটগুলো দেখা যায় না। এমবস্থায় আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে একটি এ্যাড-অন্স ইনস্টল করলেই একই ব্রাউজারে ওয়াপ সাইট দেখতে পারবেন। এজন্য এ্যাড-অন্সের মূল সাইট http://wmlbrowser.mozdev.org থেকে বা ফায়ারফক্সের এ্যাড-অন্সের সাইট https://addons.mozilla.org/en-US/firefox/addon/62 থেকে . সংস্করণ https://addons.mozilla.org/en-US/firefox/addon/8345 . সংস্করণ থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ব্রাউজ করুন ওয়াপ সাইট

0 comments:

Post a Comment