প্রফেশনাল দের মতো ছবি এডিট করতে চান মাত্র ৩এমবি এর সফটয়্যার দিয়ে

Tuesday, January 25, 2011

প্রফেশনাল দের মতো ছবি এডিটর করতে চান? তাহলে নিচের সফটয়্যার টা আপনার জন্যই। আপনারা অনেকে অবশ্য ভাবছেন ফটোসপের মতো হবে না। আপনি এই সফটয়্যার দিয়ে কোনও ছবি এডিটর ও করেন তবে যে কেউ বলবে যে এই কাজ ফটোসপ ছাড়া সম্ভব নয়। কথায় বলে না All good things come in small pakeges. এটাও তেমনিই। এটা দিয়ে ছবি এডিট না করা পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না।
এতক্ষণ ধরে যার কথা বলছিলাম টার নাম PhotoInstrument.
সফটয়্যার টা দিয়ে আপনি নিম্নলিখিত কাজগুলো করতে পারবেন,
  • বিকৃত চেহারা যেমন চেহারার কালও দাগ, লাল দাগ প্রভৃতি মোছা যায়
  • দেহের যেকোনও অংশ রোগা বা মোটা করা যায়
  • ছবির মধ্যে অবস্থিত যে কোনো অবাঞ্ছিত অংশ বাদ দেওয়া যায় [অবশ্য টা অনেক সময় ছবির ওপর নির্ভর করে]
  • রেডআই সমস্যা দূর করা যায়
  • চামড়া পরিষ্কার অর্থাৎ সাদা করা যায়
  • হলিউডের মতো মেকাপ করা যায়…. প্রভৃতি।
প্রথমে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন।
সিরিয়াল কি এবং ইউজার নেম যথাক্রমে
Email Address: revenge@crew.com
Registration Key: 02-UYNOGJIG
ধন্যবাদ

2 comments:

Tsuvo said...

ধন্য (বাদে নয় আগে)

MD. ABU .SUFIAN said...

আপনাকে ও ধন্য

Post a Comment