আসুন জানা যাক সফট্ওয়াটি কি রকম? ঃ
সফট্ওয়ারটির নাম Cuckoo (কোকিল/যে ঘড়ির ঘণ্টা কোকিল ডাকে ধ্বনিত হয়)। তবে সফট্ওয়ারটির নাম বাংলাতে কোকিলের ডাক হলেও আসলে কিন্তু এটাতে কোন কোকিলের ডাক নেইসফট্ওয়ারটি যে যে হ্যান্ডসেটগুলিকে সাপোর্ট করেঃ
নোকিয়ার 5th Edition এর সকল প্রকার Touch সেটগুলি। যেমনঃ Nokia 5800, 5530, N97, X6, N8, C6, C7, C5-03, C6-01, 5230, 5250, 5233, 5235, 5228 এবং সকল প্রকার Symbian OS V9.4 এ চালিত সেটগুলি।তবে এটি সম্ভবত 3rd Edition এর সেটগুলোতেও কাজ করতে পারে। আমি সঠিক জানিনা কারণ আমার কাছে 3rd এডিশন এর কোন হ্যান্ডসেট নেই। আপনার ট্রাই করে দেখতে পারেন। কাজ করলেও করতে পারে। (Maybe)…
ডাউনলোড করুন নিচের লিংকটি থেকেঃ
http://www.mediafire.com/download.php?eiem55jzj8qp2qoসফট্ওয়ারটি যেভাবে ব্যবহার করবেনঃ
সফট্ওয়ারটির ব্যবহার বিধি আসলে খুবই সোজা। ব্যবহার করলেই বুঝতে পারবেন। তবুও আমি বলে দিচ্ছি।কোন সাউন্ড -এর প্রিভিউ দেখার জন্য সফট্ওয়াটি আগে চালু করুন তারপর Options>Mode>তারপর আপনার পছন্দের সাউটিতে টিক (ক্লিক) দিয়ে দিন। নিচের স্কিনশর্টগুলি থেকে ধারণা নিতে পারেনঃ



আর যদি কোন কাষ্টম (Custom) ফাইল মানে আপনার পছন্দমত কোন ফাইল যদি সিলেক্ট করতে চান তাহলে > Options>Mode>Custom সিলেক্ট করুন।
তারপর আবার > Options>Settings>Custom File ক্লিক করে মেরোরি থেকে একটা সাউন্ড ফাইল সিলেক্ট করে দিন। নিচের স্কিনশর্টগুলি থেকে ধারণা নিতে পারেনঃ



ব্যাস এবার নিচিশ্চে ব্যবহার করুন। সকালে ঘুম ভাঙ্গতেও সমস্যা হবে না। কারণ মোরগ আপনাকে ঠিক জাগিয়ে তুলবে
**********************************************************************************************
0 comments:
Post a Comment