চলেন শুরু করি।
কাহিনিটা আগে বুঝায়া নেই আমি,ওকে? মনে করেন আপনে আমাকে খুজতেছেন, ইয়াহুতে গিয়ে দেখলেন আমি অন,লাইনে নাই। আপনে কিভাবে বুঝবেন আমি আসলেই নাই নাকি ইন ভিসিবল? আবার মনে করেন কারো ই-মেইল আইডি পাইছেন এখন চেক করতে চান যে সে কন দেশে আছেন লাস্ট কবে অন, লাইনে আসছে, অথবা তার প্রফাইল ছবি কি? সব কিছুই করবেন সেই মানুষ কে এড লিস্টে এড না করে। হাহাহা। ভাবতেছেন আমার মাথা নষ্ট হইছে? হাহাহা। নারে ভাই যা কইতাছি হাসা কইতাছি। চলেন তাইলে দেখি যাদিটা। ও ভালো কথা এমন জিনিস অনেক দেখছেন আগে তবে সেগুলা কাজ করে না ঠিক মত। কেউ ইস ভিসিবল থাকলেও শো করে যে অফ লাইন।
এই ট্রিকস টা ইয়াহু মেইল, জিমেইল, হটমেইল সব ধরনের মেইল এই কাজ করে
১। প্রথমে এখানে যান
২। নিচের ছবির মত শুধু ই মেইল আইডি টা টাইপ করে এন্টারে চাপুন। (হটমেইল বা জিমেইল দেখতে চাইলে আইডির শেষে .hotmail or .gmail লাগিয়ে দিন। কিছু না দিলে ইয়াহু শো করবে)

৩। এখন নিচের ছবির মত দেখা যাবে। সে অন-লাইনে থাকলে মার্ক করা জায়গায় লিখা আসবে অন,লাইন, ইন-ভিসিবল থাকলে ইন-ভিসিবল। অফ-লাইন থাকলে…। পাশে তার ছবি ও দেখা যাবে।
অফ-নাইল – মানে নেট এ নাই সে এখন।
অন-লাইন – মানে সে এখন নেট এ আছে।
ইন-ভিসিবল – মানে সে এখন নেট এ আছে কিন্তু লুকায়া আছে যেনো কেউ টের না পায় যে সে নেট এ আছে। (আহারে আজকে থেকে কেউ আর সান্তি পাবে না..।লল লল লল)

৪। এবার পেজেটা একটু নিচের দিকে নামান। তার কত গুলো ছবি দিয়েছে এই পর্চন্ত সব দেখা যাবে।
৫। আরেকটু নিচে নামুন, একটু ডান দিকে তাকিয়ে দেখুন। সে লাস্ট করে অন,নাইল হয়েছে নিচের ছবির মত।

৬। এবার একদম নিচে নেমে দেখুন সে কন দেশ এ আছে। ডাবল ক্লিক করে করে করে একদম কন দেশে কন সহরে আছে কন এলাকায় আছে সেটাও দেখা যাবে। নিচের ছবির মত।

ডাবল ক্লিক করতে থাকুন গুগল এর ছবির মাঝে যত খন নিচের ছবির মত ক্লিয়ার না হয়।

নোট:- আপনে যদি চান আপনাকে কেউ খুজে না পেয়ে যাক তাহলে ঐ সাইটে একাউন্দ খুলে ফেলুন। আরেকটা কথা অনেক সময় এই সাইট এর সার্ভার ডাউন থাকে তাই এই সাইটে যেতে পারেন যদিও এটা আমি এখন ডাউন পাইতেছি।
সবাই ভালো থাকুন, শুভ কামনা.
0 comments:
Post a Comment