এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!!

Friday, February 11, 2011

সব সময়তো 3D মুভির কথা শুনে এসেছেন। 3D ডেস্কটপের কথা শুনেছেন? যারা লিনাক্সে আছেন তারা হয়তো এর স্বাদ আগেই নিয়েছেন। 3D ডেস্কটপ বলতে মাল্টি ডেস্কটপ বুঝাচ্ছি। অর্থাৎ এক পিসিতেই অনেকগুলা ডেস্কটপ। কি এখনও বুঝতে পারছেন না? তাহলে নিচের ছবিটা দেখেন। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে।
screen 3 এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

কি কি করতে পারছেন 3D ডেস্কটপে?

  1. একসাথে ৬টি ডেস্কটপের সুবিধা।
  2. 3D স্টাইলে ডেস্কটপ প্রদর্শন।
  3. এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপে যেতে মাউস বা কীবোর্ড ব্যবহার করতে পারবেন।
  4. ইচ্ছা করলে প্রত্যেক ডেস্কটপে আলাদা আলাদা ওয়াল পেপার সেট করতে পারবেন।
  5. ভিন্ন ভিন্ন আইকন দিতে পারবেন।
  6. এক সাথে অনেক কাজ করতে পারবেন।
  7. ৬টি ডেস্কটপে আপনি আপনার মনের মতো ভিন্ন ভিন্ন আইকন,এপ্লিকেশন চালু রাখতে পারবেন।
  8. এক কথায় বলবো অসাধারন ডেস্কটপের অনুভতি।
বিস্তারিত এখানে

যেভাবে ব্যবহার করা শুরু করবেনঃ

ইন্সটল করার পর চালু করুন। তাহলে দেখবেন নিচের মতো আইকন এসেছে
systemtrayicons এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
এখানে রাইট ক্লিক করলে কিছু অপশন আসবে।
systemtraymenu এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
এভাবে সিরিয়ালে ১-২-৩-৪-৫-৬ ডেস্কটপ দেখতে পারবেন। আপনি চাইলে আলাদা নাম দিতে পারেন।
activation এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
আশা আর বিস্তারিত বলে দিতে হবে না।
এবার চলুন কিছু চমৎকার ডেস্কটপের ছবি দেখি
 এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
Deskspace+Free+Download+Retail+Version+Windows+PC+Tricks এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
Deskspace+Free+Download+Retail+Version+Images+Pc++Tricks+Softwares এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes
bureau 3D এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!! | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

DeskSpace 1.5.8.5 সাইজ মাত্র ১৮ মেগাবাইট।
একটা টিউন করতে সময় লাগে ৬০ মিনিট।
টিউন পড়তে সময় লাগে ৬ মিনিট।
মন্তব্য করতে সময় লাগে ৬ সেকেন্ড।
তাই……………
আশা করি আপনাদের ভাল লেগেছে।

0 comments:

Post a Comment