কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়।

Wednesday, February 2, 2011

আমরা কম্পিটারে setup দেওয়ার পর অনেক সময় setup এর ভুলের কারনে(কি জন্য হয়, তা আমা জানা নেই) দেখা যায়,setup শেষে যখন পিসি অন করি তখন দেখি পরপর ২টা Microsoft Windows XP লেখা আসে,তখন enter দিয়ে ঢুকতে হয়। Example2 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunesউপরের ছবিতে windows 7 আর windows xp আছে।কিন্তু ২টা windows xp ও থাকে।এই ঝামেলায় পরে আমাদের এক টিউনার সম্প্রতি সাহায্য পাঠিয়েছে। এই সমস্যা শুধু তার একার না,আমাদের সবাই কোন না কোন সময়  এই সমস্যায় পরে থাকি । তাই এই সমস্যার সমাধান নিয়ে আমার আজকের টিউন।
sshot 1 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunesপ্রথমে my computer এর right mouse click করে properties এ যান।
sshot 2 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunesতারপর advanced এ যান।
sshot 3 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunesদেখবেন startup and recovery নামে একটা  option আছে,সেখানে settings এ ক্লিক করুন।
sshot 41 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunes একটা নতুন window আসবে, সেখানে edit নামে একটা option আছে,সেখানে ক্লিক করুন।
sshot 5 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunesএকটা notepad আসবে,সেখানে [operating systems] লেখার নিচে পরপর ২টা command আছে।সাধারনত default হিসেবে থাকে-multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Professional” /fastdetect।কিন্তু যাদের এই সমস্যা আছে তাদের থাকে ২টি-
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Windows XP Professional” /fastdetect
multi(0)disk(0)rdisk(0)partition(2)\WINNT=”Windows XP Professional” /fastdetect
উপরে যে command টি থাকবে সেটি রেখে নিচের command টি remove করে দিন।
sshot 6 কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়। | Techtunes
Time Remaining: 13
Skip AdAdvertisement<a href="http://adserv.brandaffinity.net/eas?cu=2027;ty=ct"><img src="http://adserv.brandaffinity.net/eas?cu=2027;cre=img" border="0" alt="EmediateAd" width="300" height="250"></a>

তারপর save করে ok দিয়ে বেরিয়ে যান।এখন কম্পিউটার রিস্টার্ট করে দেখুন ২ টা এক্সপি আসে কিনা।
এছাড়া যদি আর কোন সমস্যা থাকে তাহলে কমেন্ট দিবেন।আমি সমাধান করার চেষ্টা করবো। আর যদি কারো এর থেকে শর্টকাট পদ্বতি জানা থাকে তাহলে অবশ্যই দিবেন।
বিঃদ্রঃ এটা শুধু windows Xp এর জন্য। অন্য Operating System এর ক্ষেত্রে পদ্বতিটা আমার জানা নেই।
আর আরেকটি কথা হলোঃ আমার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গিয়েছে,আমার কাছে এর সামনের পেইজের ফটোকপি আছে,পিছনেরটা নাই। যদি কারো কাছে জাতীয় পরিচয় পত্র উঠানোর পদ্বতি জানা থাকে ( যে সঠিক পধতি জানেন,সেই লিখবেন) তাহলে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ।

3 comments:

Anonymous said...

Dorkari post.thanks

Anonymous said...

dorkary post. ai poster janno thanks

Anonymous said...

thanks for this post...

Post a Comment