স্ক্রিপ্ট ১- YouTube Video Download
আইডিএমের মত অনেক ডাউনলোড ম্যানেজারেই ইউটিউব ভিডিও ডাউনলোডের সুবিধা থাকলেও সেটায় শুধু .flv ফর্মেটে ডাউনলোডের জন্য। এই স্ক্রিপ্টটা .flv থেকে শুরু করে mp4, 3gp, হাই ডেফিনেশন 720p, 1440p ফর্মেটেও নামানোর অপশন দিয়ে দেয়।

আর এই সব অপশন পাওয়া যাবে ইউটিউবের ভিডিওটির নিচেই
কাজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের ১০১টা সাইট কিংবা সফটওয়্যারের চাইতে ভাল জিনিষ এই স্ক্রিপ্ট।

স্ক্রিপ্ট ২- IMDB – add Rottentomatoes info
মুভিখোরদের জন্য মাস্ট হ্যাভ! স্ক্রিপ্টের কাজ? -

আইএমডিবিতে একটা মুভির ইউজার রেটিং এর নিচেই হাজির করবে মুভি রেটিং এর আরেক জনপ্রিয় রেটিং সাইট রোটেনটমাটোর ক্রিটিক এবং ইউজার রেটিং 

স্ক্রিপ্ট ৩- FFixer
ফেসবুককে নিজের পছন্দমত সাজিয়ে নেয়ার জন্য চমৎকার একটি স্ক্রিপ্ট। ইন্সটল করার পর ফেসবুককে কাস্টোমাইজ করে নেয়ার জন্য প্রচুর অপশন পাবেন।
স্ক্রিপ্ট ৪- The Cavern Links Checker
নেট ব্যবহার করেন আর ডেডলিংকের পাল্লায় পড়েননি এমন ইউজার খুঁজে পাওয়া যাবেনা। ডেডলিংক খোলার সময় নষ্ট আর বিরক্তি থেকে মুক্তি দেবে এই স্ক্রিপ্ট।

লিংক পেলেই অটো চেক করে জানিয়ে দেবে লিংকটা জীবিত না মৃত 
কিভাবে ইন্সটল করতে হবে?
- গুগল ক্রোম ইউজাররা এখানে দেয়া লিংকগুলায় গিয়ে “Install” বাটনে ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে।
আর ফায়ারফক্স ইউজাররা প্রথমে এই লিংকে গিয়ে গ্রিজমাঙ্কি এডঅনটি ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করে নিন। তারপর পোস্টে দেয়া লিঙ্কগুলোয় গিয়ে স্ক্রিপগুলো Install করে নিন।
এরকম আরো অনেক স্ক্রিপ্ট পাবেন ইউজারস্ক্রিপ.অর্গ সাইটে।
0 comments:
Post a Comment