প্রতিদিনই আমাদের কোন না কোন ফাইল বা সফটওয়্যার ইন্টার নেট থেকে ডাউনলোড করতে হয়। সকল ফাইলই সবসময় সরাসরি পওয়া যায় না বিধায় আমাদেরকে Hotfile, Megaupload, Megashare, Rapidshare, Easy Share, Uploadcity, FileSonic ইত্যাদি শেয়ারিং সাইট থেকে আমাদের ডাউনলোড করতে হয়। তবে সমস্যা বাধে তখনই যখন আপনি একটি ফাইল ডাউনলোড করার পরে ৩০-৪০ মিনিট অপেক্ষায় থাকেন অন্য একটি ফাইল ডাউনলোড করার জন্য। তবে ইন্টারনেটে অনেক সাইট আছে যেখানে Hotfile, Megaupload, Megashare, Rapidshare, Easy Share, Uploadcity, FileSonic সহ অনেক সাইটটের প্রিমিয়াম একাউন্ট দেয়া হয়। হয়তবা সাইটগুলো আপনাদের পরিচিত কিন্তু হয়তবা নতুন। নিন্মোক্ত সাইটগুলো থেকে আপনি প্রতিদিনই নতুন নতুন প্রিমিয়াম একাউন্টের সন্ধান পাবেন। আশা করি এই টিউনটি আপনাদের মত প্রযুক্তি প্রেমীদের অনেক উপকারে আসবে।
প্রথমেই একটি একাউন্ট খুলতে হবে www.eagle-zone.info তে। তারপরে আপনি ফোরামে ঢুকে। লগ ইন করে Account Dumps প্রবেশ করুন। ওখানে স্টিকি পোস্টের নিচে নতুন নতুন প্রিমিয়াম একাউন্টের আপডেট পাবেন। কিন্তু এখানে পোস্ট দেখার পদ্ধতিটা একটু অন্যরকম।নিচের ছবিটি দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন।

আশা করি এই সাইটটি আপনাদের খুবই উপকারে আসবে।
এই সাইটেও প্রায় প্রতিদিন নতুন নতুন বিভিন্ন প্রিমিয়াম একাউন্ট আপডেট করা হয়। তবে কখনই ব্রাউজারের মাধ্যমে লগ ইন করা ঠিক না। কেননা তাহলে প্রিমিয়াম একাউন্টগুলো ফ্রি হয়ে যায়। নিন্মে কিভাবে প্রিমিয়াম একাউন্টের সদ্ব্যবহার করা যায় তা আলোচনা করা হলঃ

প্রথমে IDM খুলে এর Download এ ক্লিক করুন। তারপর Option এ ঢুকে Sites Login এ যান। new তে ক্লিক করে ওয়েব এড্রেস এর যায়গায় hotfile.com/Rapidshare.com ইত্যাদি লিখুন।User Name এ ব্যভহারকারীর আইডিটা দিন এবং Password এর যায়গায় পাসওয়ার্ডটি দিন। তাহলেই হবে।
এড অনটি ডাউনলোড হলে মজিলা ব্রাউজারটি রিস্টার্ট করুন। তারপর Tools অপশনে ক্লিক করলেই নিচে Cookie Editor দেখতে পাবেন। Cookie Editor এ প্রবেশ করে hotfile.com সার্চ করুন। hotfile.com এর পাশে যেটাতে AUTH লেখা আছে ওটাতে ডাবল ক্লিক করুন এবং Content এ আপনার খুজে পাওয়া প্রিমিয়াম একাউন্টের কুকিজটি বসিয়ে দিন। উপভোগ করুন প্রিমিয়াম একাউনটের সুবিধা।
আপনাদের উপকারে আসলেই এই টিউনটির সার্থকতা খুজে পাবে………….
eagle-zone.info
এই সাইটটিতে প্রতিদিনই আপনি নতুন নতুন প্রিমিয়াম একাউন্টের এবং প্রিমিয়াম কুকির আপডেট পাবেন। তবে কিভাবে আপনি এখানের পোস্টগুলো দেখবেন তার পদ্ধতি নিচে ছবির মাধ্যমে দেয়া হলঃপ্রথমেই একটি একাউন্ট খুলতে হবে www.eagle-zone.info তে। তারপরে আপনি ফোরামে ঢুকে। লগ ইন করে Account Dumps প্রবেশ করুন। ওখানে স্টিকি পোস্টের নিচে নতুন নতুন প্রিমিয়াম একাউন্টের আপডেট পাবেন। কিন্তু এখানে পোস্ট দেখার পদ্ধতিটা একটু অন্যরকম।নিচের ছবিটি দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন।

আশা করি এই সাইটটি আপনাদের খুবই উপকারে আসবে।
premium4music
http://www.premium4music.blogspot.com/এই সাইটেও প্রায় প্রতিদিন নতুন নতুন বিভিন্ন প্রিমিয়াম একাউন্ট আপডেট করা হয়। তবে কখনই ব্রাউজারের মাধ্যমে লগ ইন করা ঠিক না। কেননা তাহলে প্রিমিয়াম একাউন্টগুলো ফ্রি হয়ে যায়। নিন্মে কিভাবে প্রিমিয়াম একাউন্টের সদ্ব্যবহার করা যায় তা আলোচনা করা হলঃ

প্রথমে IDM খুলে এর Download এ ক্লিক করুন। তারপর Option এ ঢুকে Sites Login এ যান। new তে ক্লিক করে ওয়েব এড্রেস এর যায়গায় hotfile.com/Rapidshare.com ইত্যাদি লিখুন।User Name এ ব্যভহারকারীর আইডিটা দিন এবং Password এর যায়গায় পাসওয়ার্ডটি দিন। তাহলেই হবে।
Cookies ব্যবহার করার নিয়মঃ
আমরা অনেকে বিভিন্ন প্রিমিয়াম একাউন্টের কুকিজ পেয়ে থাকি। ওগুলো ব্যবহারের নিয়ম না জানার ফলে ওগুলো ব্যবহার করতে পারি না। মূলত এরজন্যই বাকিটুকু লিখা। প্রথমেই মজিলা ব্যবহার করলে মজিলার এই এড অনটি ডাউনলোড করে নিন। তারপর রিস্টার্ট দিন। তবে প্রথমেই আপনাকে একটি ফ্রি একাউন্ট খুলতে হবে অথবা আপনি নিচের একাউন্ট টি ব্যবহার করতে পারেন। হটফাইল একাউন্টে প্রবেশ করে কুকিজ ব্যবহার করতে হয়। ID : One1One Pass : EnjoyNOWএড অনটি ডাউনলোড হলে মজিলা ব্রাউজারটি রিস্টার্ট করুন। তারপর Tools অপশনে ক্লিক করলেই নিচে Cookie Editor দেখতে পাবেন। Cookie Editor এ প্রবেশ করে hotfile.com সার্চ করুন। hotfile.com এর পাশে যেটাতে AUTH লেখা আছে ওটাতে ডাবল ক্লিক করুন এবং Content এ আপনার খুজে পাওয়া প্রিমিয়াম একাউন্টের কুকিজটি বসিয়ে দিন। উপভোগ করুন প্রিমিয়াম একাউনটের সুবিধা।
আপনাদের উপকারে আসলেই এই টিউনটির সার্থকতা খুজে পাবে………….
0 comments:
Post a Comment