ডিজিটাল পর্যায় সারণী, যাদের নাই নিতে পারেন।

Wednesday, February 2, 2011

আসসালামুআলাইকুম। আজকের টিউনটি খুব ছোট্ট। বলারও তেমন কিছু নেই। যারা বিজ্ঞানের ছাত্র তারা বোঝে পর্যায় সারণীর গুরুত্ব। তাই যাদের এই ধরণের পর্যায় সারণী নেই তাদের জন্য নিয়ে এলাম pelement  নামের এই ২ মেগাবাইটের সারণী। স্ক্রীণশর্টগুলো দেখলে এর সম্পর্কে কিছু বুঝতে পারবেন-
eeeeee ডিজিটাল পর্যায় সারণী, যাদের নাই নিতে পারেন। | Techtunes
এর কালার চেঞ্জও করতে পাবেন-
fg ডিজিটাল পর্যায় সারণী, যাদের নাই নিতে পারেন। | Techtunes
এছাড়াও এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন-
dfgdfg ডিজিটাল পর্যায় সারণী, যাদের নাই নিতে পারেন। | Techtunes
আর বলার কিছু নেই। ডাউনলোড করুন এখান থেকে

0 comments:

Post a Comment