যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই…[স্ক্রিনশটসহ]

Monday, February 7, 2011

আসসালামুয়ালাইকুম, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। টেকটিউনস মিট-আপের পর আজই প্রথম টিউন করছি… মিট-আপে কি হয়েছে না হয়েছে, তা জাকির ভাই, মারুফ ভাই সহ অনেকেই এ প্রসঙ্গে তাদের মতামত এবং সেখানে কি হয়েছে তা তুলে ধরেছেন, তাই আমি আর নতুন করে কিছু তুলে ধরার প্রয়োজন মনে করছি না, তবুও যারা উপস্থিত থাকতে পারেন নি তাদের জন্য সহানুভুতি দেখানো ছাড়া কিছুই নেই। অনেক সাদামাটা আয়োজন হলেও বেশ নতুন কিছু জানা গেল, টিটি এডমিন আর মডারেটরদের সাথে দেখা হল এবং সবচেয়ে আনন্দের বিষয় ভারচুয়াল জগতে আমাদের মাতিয়ে রাখা টিউনারদের সাথে দেখা করতে পেরেছি… অনেকের সাথে হয়তো জমিয়ে কথা বলা হয়নি তবুও আমার বেশ ভালো লেগেছে… যারা সেচ্ছায় মিট-আপ মিস করেছেন তাদের প্রতি………
তো বকবক বাদ দিয়ে মূল টিউনে…. আজকে আসলে টিউন করতে মন চাচ্ছে কিন্তু দুঃখের বিষয় টপিক খুজে পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম কি নিয়ে টিউন করা যায়, তো হঠাত করেই মাথায় আসলো যে এ ডিভিডি  ব্যাক আপ নিয়ে টিউন করলে মন্দ হয় না, তাই টিউনটি করছি।
তো শুরু করা যাক…
১.প্রথমে এখান থেকে প্রয়োজনীয় সফটওয়্যার ডিভিডি শ্রিঙ্ক ডাউনলোড করে নিন, অতঃপর ইন্সটল করুন। এই সফটওয়্যারটির সুবিধা হচ্ছে এটি ব্যবহার করে আপনি পুরো ডিভিডি ব্যাক আপ না করে নিরদিষ্ট কিছু অংশও ব্যাক আপ করতে পারবেন, পাশাপাশি আপনি এটি দিয়ে ডিভিডিকে কম্প্রেস করেও ব্যাক আপ করতে পারবেন, তাছাড়া অডিও রিমুভ করা, সাব পিকচার রিমুভ করা সহ নানাবিধ কাজ করতে পারবেন… আর ভালো কথা যে এটি ফ্রিওয়্যার, তাই ক্র্যাক বা কিজেন এর প্রয়োজন নেই। এখানে আমি অন্য সফটওয়্যারও ব্যবহার করতে পারতাম, তবে এটিই সবচেয়ে দ্রুতগতির এবং ব্যবহারবিধি সহজ।
ইন্সটল করাটা খুব সোজা, তবুও অনেকেই পুরোপুরিভাবে এ বিষয়ে নিজেকে পোক্ত করতে পারেন নি, তাই তাদের জন্য ছবি আকারে নিচে ধাপ গুলো দেখানো হল… তবুও সমস্যা হলে জানাবেন…
1 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
2 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
3 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
4 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
5 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
6 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
২. মনে করি আপনি সফলভাবে ইন্সটল করতে পেরেছেন। এবার আপনি যে ডিভিডিকে ব্যাক আপ করতে ইচ্ছুক সেটা ডিভিডি ড্রাইভে প্রবেশ করান এবং একে ডিভিডি শ্রিঙ্ক দিয়ে ওপেন করুন, এতে সফটওয়্যারটি ডিভিডিটির উপর অ্যানালাইস করবে যে সে ওই ডিভিডি ব্যাক আপ করতে পারবে কিনা, যদি পারে তবে সে আপনাকে দেখাবে যে ব্যাক আপ করতে মোট কতটুকু জায়গা লাগবে…
7 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
৩.আপনি যদি নিরদিষ্ট কিছু অংশ ব্যাক আপ করতে চান তবে “Re-Author” বাটনে ক্লিক করুন।এবার আপনি আপনার প্রয়োজন মত অংশ টুকু সিলেক্ট করে দিন। এখানে আমি একটি মাত্র ফাইলের ডিভিডি ব্যাক আপ করছি তাই মাত্র একটি ফাইলই দেখাচ্ছে। এক্ষেত্রে একাধিক ফাইল যেমন অনেক  মুভিসহ ডিভিডি ব্যাক আপ করতে গেলে আপনি আপনার পছন্ড মত মুভিগুলো ব্যাক আপ করতে পারবেন।
8 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
9 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
৪.সিলেকশন করা হয়ে গেলে কম্প্রেশন ট্যাবে ক্লিক করুন। সেখানে ভিডিও কম্প্রেশন মুড অটোমেটিক দিয়ে দিন [আপনি চাইলে এটি চেঞ্জ ও করতে পারেন তবে অটোমেটিক দেয়াই ভালো]। আপনি যদি অডিওছাড়া ব্যাক আপ করতে চান তাহলে অডিও এর নিচের টিক তুলে দিন।
10 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
৫.সব কিছু ঠিক ঠাক থাকলে আপনি ব্যাক আপ করার জন্য প্রস্তুত। এবার Backup! বাটনে ক্লিক করুন, এতে নতুন উইন্ডো ওপেন হবে। এবার Browse… বাটনে ক্লিক করে আপনি কোথায় ডিভিডি ব্যাক আপ করতে চাচ্ছেন তা দেখিয়ে দিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন।
11 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
৬.আপনার ডিভিডি ব্যাক আপ শুরু হয়ে যাবে। এখানে ব্যাক আপ হতে কত সময় লাগবে, কত স্পিডে ব্যাক আপ হচ্ছে, সাইজ কত হচ্ছে ইত্যাদি ইনফরমেশন দেখাবে এবং ব্যাক আপ হতে থাকবে।
12 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
৭.ব্যাক আপ সম্পন্ন হলে আপনাকে একটি একটি বার্তা প্রদর্শন করে জানিয়ে দিবে যে ব্যাক আপ সফলভাবে শেষ হয়েছে…

সতর্কতা

*আপনি যদি কোনরকম মডিফাই করা ছাড়াই পুরো ডিভিডি ব্যাক আপ করতে চান তবে তবে ২, ৩, ৪ এই ধাপ গুলো এড়িয়ে যাবেন।
**অনেক ক্ষেত্রে আপনি নিচের মত ইরর পেতে পারেন, এতে মনে করবেন যে এটি কপি প্রটেকটেড করা তাই কপি করা যাবে না, সেক্ষত্রে আপনি অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন, তবে এ জাতীয় ইরর খুবই রেয়ার, আমি এখনো একটিও পাইনি এমন…
131 যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...[স্ক্রিনশটসহ] | Techtunes
***আমি এই টিউনে আপনাকে ইলিগালভাবে কোন কিছু কপি করে তা অন্যের মাঝে ছড়িয়ে দেয়া শিখাই নি… আমি আপনার সুবিধার জন্য যাতে বার বার ডিভিডি ঢুকিয়ে দেখতে না হয় সে পদ্ধতি শিখাচ্ছি… তবুও জব্বার কাগুর মত মানুষদের কাছে অনুরোধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
তো আজকের মত এখানেই আমার টিউন শেষ। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। অনলাইন জগতে ভালো থাকতে হলে আপনাকে ভালো থাকার উপায় জানতে হবে।

হ্যাকিং শেখা খারাপ কিছু না, আপনি যদি জানেন কিভাবে হ্যাকিং হয় তাহলে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, আর যদি না জানেন যে কিভাবে হ্যাকিং হত তবে নিজেও সেফ থাকতে পারবেন না, অন্যকেও সেফ রাখতে পারবেন না…
আল্লাহ হাফেয। জয়তু টেকটিউনস…

0 comments:

Post a Comment