UVA Online Judge এ গেলে এড হিসেবে একটি বই সামনে পড়ত। বইটির নাম Programming challenges: the programming contest । নাম থেকেই বুঝা যায় এটি কন্টেস্ট প্রোগ্রামারদের জন্য। কিনতে হবে দাম দিয়ে তাই আর ঘাটা ঘাটি করি নাই। তবে আজ গুগল দাদাকে দিয়ে সার্চ করতেই পেয়ে গেলাম বই টি। তাই আপনাদের সাথে ও শেয়ার করা। আমি ও যেহেতু আপনাদের মত বইটি পড়া শুরু করছি তাই বেশি কিছু আর বলতে পারলাম না।
বইটি সম্পর্কে আগেও শুনছি, তাই খারাপ হবার নয়। তা ছাড়া লেখক ও হচ্ছে নাম করা দুই জন প্রোগারামার ও জাজ। ডাউনলোড করতে মন চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
ডাউনলোড লিঙ্কঃ http://acm.cs.buap.mx/downloads/Programming_Challenges.pdf
0 comments:
Post a Comment