ধন্যবাদ যারা আমাকে Tune টি করতে তাদের মূল্যবান মন্তব্য করে উৎসাহ দিয়েছেন । আর এতক্ষণ আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা চাই। আজ আমি ভিডিও টিউটোরিয়ালটির ১ম অংশ প্রকাশ করব। এতে Photoshop এর Interface পরিচিতি বর্ণনা করা হয়েছে।
চলুন এক নজরে দেখা যাক কি কি আছে এতে।
- Ø Application পরিচিতি।
- Ø Tabbed পরিচিতি।
- Ø Tools পরিচিতি।
- Ø Panels পরিচিতি।
- Ø Keyboard shortcut key তৈরি ।
- Ø Customization এবং
- Ø Screen mode পরিচিতি।
একটা কথা বলে রাখা ভাল আমার টিউটোরিয়াল টি English এ যাদের listening ক্ষমতা মোটামুটি ধরনের তারা খুব সহজেই বুঝতে পারবে। আর একটা কথা আমি মনে করি screenshot দেয়ার কোনও দরকার নেই । কারন এতে খুব সুন্দর সব কিছু বর্ণনা করে দেয়া আছে।
0 comments:
Post a Comment