
তবে শত ব্যস্ততার মাঝে চেষ্টা করবো বাংলাদেশের খেলা গুলো সহ গুরত্বপূর্ন সব ম্যাচ দেখার । আর শত ব্যস্ততার মাঝে যারা বিশ্বকাপের শিডিউল টা ঠিক মত মনে রাখতে পারেন না অথবা মিলাতে পারেন না । তাদের জন্য অনেক উপকারী একটি নরমতার (সফ্টওয়ার) নিয়ে প্রিয় টেকটিউনস্ এ আমার প্রথম টিউন । এ সফটওয়ার টা আমি নেট থেকে পেয়েছিলাম বিশ্বকাপ২০১১ র থিম খুজতে গিয়ে । থিম তো পাইলামই না তয় দারুন একটা সফট পাইলাম তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।
কিছু স্ক্রিনসর্ট দিলাম দেখেন তারপর ডাউনলোড করুন ।






0 comments:
Post a Comment