আসস্লামালাইকুম,আশা করি সকলেই ভাল আছেন।অনেক ভয় নিয়ে ও প্রথম টিউন টি করলাম,ভুল হলে ক্ষমা’র চোখে দেখার অনুরোধ রইল।আপনারা অনেকে হয়তবা এই নিয়ম টি জানেন,তাই যারা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
এইবার মুল টিউন এ আসি,আমাদের সকলেরি কোন না কোন সময় যে কারো মোবাইল নাম্বার বের করার দরকার হয় অথবা অনেকের সিম বেশি থাকলে তার নাম্বার বের করার দরকার হয়।এমন সময় মোবাইল এ ব্যালেন্স না থাকলে বা মেয়াদ না থাকলে আপনি নাম্বার টি বের করতে পারেন না কিন্তু আপনি যদি নিম্নোক্ত tricks টি জানেন তাহলে আপনার আর কোনো problem হবে না।
এইবার মুল টিউন এ আসি,আমাদের সকলেরি কোন না কোন সময় যে কারো মোবাইল নাম্বার বের করার দরকার হয় অথবা অনেকের সিম বেশি থাকলে তার নাম্বার বের করার দরকার হয়।এমন সময় মোবাইল এ ব্যালেন্স না থাকলে বা মেয়াদ না থাকলে আপনি নাম্বার টি বের করতে পারেন না কিন্তু আপনি যদি নিম্নোক্ত tricks টি জানেন তাহলে আপনার আর কোনো problem হবে না।
- gp user-*111*8*2#
- robi user-*140*2*4#
- banglalink user-*666#
- airtel user-*121*6*3#
0 comments:
Post a Comment