আপনি যদি আমার মত ভুলোমনা হন তাহলে নিচের টিপস টি সেইভ করে রাখতে পারেন।

Thursday, February 10, 2011

আসস্লামালাইকুম,আশা করি সকলেই ভাল আছেন।অনেক ভয় নিয়ে ও প্রথম টিউন টি করলাম,ভুল হলে ক্ষমা’র চোখে দেখার অনুরোধ রইল।আপনারা অনেকে হয়তবা এই নিয়ম টি জানেন,তাই যারা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
এইবার মুল টিউন এ আসি,আমাদের সকলেরি কোন না কোন সময় যে কারো মোবাইল নাম্বার বের করার দরকার হয় অথবা অনেকের সিম বেশি থাকলে তার নাম্বার বের করার দরকার হয়।এমন সময় মোবাইল এ ব্যালেন্স না থাকলে বা মেয়াদ না থাকলে আপনি নাম্বার টি বের করতে পারেন না কিন্তু আপনি যদি নিম্নোক্ত tricks টি জানেন তাহলে আপনার আর কোনো problem হবে না।
  • gp user-*111*8*2#
  • robi user-*140*2*4#
  • banglalink user-*666#
  • airtel user-*121*6*3#
আপনাদের কাজে লাগলেই আমার প্রথম টিউন সার্থক হবে বলে মনে করি।ভুল হলে মাফ করে দিবেন&আগে যদি কেউ এই টিউন করে তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।ধন্যবাদ ।

0 comments:

Post a Comment