C Programming Language শিখুন (পার্ট -৮)

Friday, February 11, 2011

Operator কি? এটি সবাই জানি। কোন কিছু যে চালনা করে তাকেই Operator বলে।
C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কয়েক ধরনের Operator রয়েছে তারা হলঃ
  1. Arithmetic Operators
  2. Unary Operators
  3. Relational and Logical Operators
  4. Assignment Operators
  5. Conditional Operators
আজকে আমি Arithmetic Operators সম্পর্কে বলব। পাটি গনিতে আমরা যে সকল Operators ব্যাবহার করছি তাই হল Arithmetic Operators।
Operator ব্যাবহার
+ যোগ
- বিয়োগ
* গুণ
/ ভাগ
% ভাগশেষ C Programming Language শিখুন (পার্ট  ৮) | Techtunes
উপরের সকর Operator সম্পর্কে ই আমরা জানি শুধু %(একে Reminder অথবা Mode বলে)  Operator ছাড়া। % এর কাজ একটি উদাহরন দিয়ে ব্যাখ্যা করি।
১৫%৪ এটার উত্তর হবে ৩ কারন ১৫ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩। এর মান সব সময় পূর্ন সংখা হবে।অর্থাৎ ১৫.৫%৪ এর ভাগ শেষ হচ্ছে ৩.৫ কিন্তু এর মান হবে ৩।
১৫%-৪ এর মান হবে ৩। -১৫%৪এর মান হবে -৩। -১৫%-৪এর মান হবে-৩।ইত্যাদি।
Mode এর অনেক কাজ রয়েছে। Programming Loop Control করতে Mode বা Reminder (%) ব্যবহৃত হয়।

0 comments:

Post a Comment