C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কয়েক ধরনের Operator রয়েছে তারা হলঃ
- Arithmetic Operators
- Unary Operators
- Relational and Logical Operators
- Assignment Operators
- Conditional Operators
Operator | ব্যাবহার |
+ | যোগ |
- | বিয়োগ |
* | গুণ |
/ | ভাগ |
% | ভাগশেষ |
১৫%৪ এটার উত্তর হবে ৩ কারন ১৫ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩। এর মান সব সময় পূর্ন সংখা হবে।অর্থাৎ ১৫.৫%৪ এর ভাগ শেষ হচ্ছে ৩.৫ কিন্তু এর মান হবে ৩।
১৫%-৪ এর মান হবে ৩। -১৫%৪এর মান হবে -৩। -১৫%-৪এর মান হবে-৩।ইত্যাদি।
Mode এর অনেক কাজ রয়েছে। Programming Loop Control করতে Mode বা Reminder (%) ব্যবহৃত হয়।
0 comments:
Post a Comment