কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।আজকে শুরু করব powerpoint এর part-3 নিয়ে। আশা করি সবাই আমার পাশে থাকবেন।
***প্রথমে Microsoft powerpoint খুলুন। তারপর, মেনু থেকে file এ গিয়ে open এ click করুন। তারপর, powerpoint এর file টি double click করে open করুন।
***তারপর,মেনু থেকে view তে গিয়ে notes page এ click করুন।
***তারপর,দেখবেন,যে window আসবে তাতে নিচের দিকে note লেখার বক্স আসবে।তাতে click করে লিখুন techtunes is best web address I ever watch.
***তারপর,file এ গিয়ে save ক্লিক করুন।এবার মেনু থেকে slide show তে গিয়ে view show তে ক্লিক করুন।তখন slide টি show হবে , কিন্তু note টি দেখা যাবে না।nate দেখার জন্য মাউস এর right click করে সেখানে screen এ গিয়ে speaker notes এ ক্লিক করুন।তখন, note তি প্রদরশিত হবে।
***আসুন এবার শিখি আরেক বিশয়ে।
***আগের ফাইল টি ওপেন করুন।তারপর,মেনু থেকে view তে গিয়ে master এ গিয়ে slide master এ ক্লিক করুন।তারপর,নিচের মত screen আসবে।
***তারপর,নিচের দিকে drawing টুলবারের autoshape এ ক্লিক করে stars and banners এ গিয়ে ২য় লাইনের শেষ icon এ ক্লিক করুন। তারপর, আগের পেজ টি আসবে।সেখানে mouse এর left বাটন একবার ক্লিক করলে logo টি চলে আসবে।
***তারপর, keyboard এর spacebar (সবচেয়ে লম্বা বাটন) একবার চাপ দিন।তারপর লেখুন tech.
***তারপর,মেনু থেকে view তে গিয়ে normal এ ক্লিক করুন।
***তারপর, file এ গিয়ে save এ click করুন।
আপনারা যদি চান তবে next tune নিয়ে তাড়াতাড়ি হাজির হব।ভাল থাকবেন।
0 comments:
Post a Comment