Yahoo messenger- এ চ্যাট করার সময় ম্যাসেজ দেখা না গেলে

Thursday, February 10, 2011

বর্তমান সময়ে ইন্টারনেট এ চ্যাট করার জন্য জনপ্রিয় ম্যাসেন্জার হলো Yahoo messenger.
কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যা সৃষ্টি করে এ বহুল ব্যবহৃত সফটি। এর মধ্যে একটি সমস্যা হলো
ম্যাসেজ টাইপ করার সেন্ড করলে বা বন্ধুদের থেকে কোন ম্যাসেজ আসলে তা চ্যাট উইন্ডোতে দেখা যায় না । এমনকি buzz দিলেও তা দেখা যায় না। অনেক সময় এটি খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে  START মেনু হতে RUN যান। এরপর টাইপ করুন REGEDIT এবং ENTER
চাপুন। রেজিষ্ট্রি উইন্ডো ওপেন হলে
HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > CurrentVersion > Internet Settings > Zones এ যান। সেখানে আপনি কয়েকটি ফোল্ডার দেখতে পাবেন (0 1 2 3) এর মত। এই ফোল্ডার গুলোর উপরে আপনি আরেকটি ফোল্ডার with a box type character (zero ফোল্ডার এর উপর) দেখতে পাবেন। box type character ফোল্ডারটি Delete করুন এবং পিসি রিস্টার্ট করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

0 comments:

Post a Comment