হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে

Thursday, March 31, 2011

আজ আমি যে বিষ্ য় তা নিয়ে কথা বলব তা আমার টিউন এর শিরনাম দেখেই বুজতে পারছেন আশা করি ।হা আপনারা যারা ওয়ার্ড প্রেসস দিয়ে সাইট বানিয়েছেন তাদের সাইট আরও সুরক্ষিত করার জন্য আজ আমরা একটি প্লাগিন এর ব্যাার দেখব।প্লাগিন টি এর নাম হল Login LockDown ।কোন হ্যাকার যদি আপনার wp-admin গিয়ে একাধিক বার যদি sql injunction করার চেষ্টা করে তাহলে সে ৩ বার চেষ্টা করার পর তার আইপি অতোমেটিক ব্লক হয়ে যাবে।
এটি মুলত যা করে থাকে
*ইউজার দের আই পি মানে জারা আপনার সাইট এ লগিন করবে তাদের আই পি লিস্ট সংরক্ষন করে
*একই সময় একই আই পি থেকে একাধিকবার ভুল ইউজার আইডি ও পাসও য়াড ব্যবহার করলে তা ধরে ফেলবে
* একই সময় একই আই পি থেকে একাধিকবার ভুল ইউজার আইডি ও পাসও য়াড ব্যবহার করলে সেই ইউজার এর আইপি রেঞ্জ ব্ললক করে ফেলবে
* আপনি ইচ্ছা মত আইপি ব্ললক এর সময় নিরধারন করে দিতে পারবেন।
ডাউন লোড করুন এই লিঙ্ক থেকে
প্লুগিন টি ডাউন লোড করে সঠিক নিয়মে আপ্নার সাইট এ আপলোড একটিভ করুন
Capture1 হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে | Techtunes
প্লাগিন একটিভ হলে সেটিং অপশন থেকে Login LockDown সিলেক্ট করুন তাহলে উপ রের মত এক টা পেইজ আসবে।এবার আপনার ইচ্ছা মত সব কিছু ঠিক করে updare setting এ কিলিক করুন।
এর পর আপনার wp-admin পেইজ এ গেলে দেখবেন লগিন ঘরের নিচে Login LockDown কথাটি দেখাচ্ছে
Capture2 হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে | Techtunes
আসা করি আপনারা সবাই বুজতে পেরেছেন কন সমসসা হবার কথা না। আর কোন সমসসা হলে তো আমি আছি।

সাথে এক্কেবারে ১০০ % ফ্রী তে নিন

২৬ মেগাবাইট এর ডাটা রিকভারি সফট ওয়ার

Recover My Files 4.6.6 Build 830

getdata recover my files professional v 5753 1 হ্যাকার এর হাত থেকে রক্ষা করুন আপনার সাইট কে | Techtunes
স ফট ওয়ার টি সম্পরকে জানতে এই লিঙক এ যেতে পারেন ।

0 comments:

Post a Comment