আপনার পিসির বুট দ্রুততর করুনঃ ডিজিটাল জোন

Friday, March 25, 2011



অপারেটিং সিস্টেম হিসেবে আমরা সাধারণত উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। বিভিন্ন কারণে এক্সপি বুট হতে স্লো করে। যা আসলেই খুবই বিরক্তিকর ও সময়সাপেক্ষ। এর থেকে মুক্তি পেতে আমাদের একটু কাজ করতে হবে। তো চলুন, কাজে নেমে পড়ি।

কার্যপদ্ধতি

o   নোটপ্যাড খুলুন।
o    এবার নিচের কোডটি নোটপ্যাডে পেষ্ট করুন।
o    এবার সি ড্রাইভে নোটপ্যাডটি Digitalzone.bat নামে সংরক্ষণ করুন।
del c:\windows\prefetch\ntosboot-*.* /q
o    এবার স্টার্ট মেনু থেকে রানে যান।
o    রানে গিয়ে লিখুন gpedit.msc ও এবার এন্টার করুন।
o    তাহলে গ্রুপ পলেসি এডিটর খুলবে।
o    এবার এখানে যান, Computer Configuration -> Windows Settings -> Scripts (Startup/shutdown)  এ যান।
o    ডানপাশের অংশের Shutdown এ ডাবল ক্লিক করুন।
o    ডায়লগ বক্স থেকে Add বাটনে ক্লিক করুন।
o    Browse বাটনে ক্লিক করে সেভ করা ফাইলটি দেখিয়ে দিন।
o    এবার ok বাটনে ক্লিক করুন।

2 আপনার পিসির বুট দ্রুততর করুনঃ ডিজিটাল জোন | Techtunes
ডিজিটাল জোন
o    এবার Ok, OK,  করে আসুন ও গ্রুপ পলেসি বন্ধ করুন।
o    এবার মাই কম্পিউটার আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন।

3 আপনার পিসির বুট দ্রুততর করুনঃ ডিজিটাল জোন | Techtunes
ডিজিটাল জোন
o    মেনু থেকে Manage এ ক্লিক করুন। তাহলে Computer Management উইন্ডো আসবে।
o    বামপাশের প্যানেল থেকে Device Manager এ ক্লিক করুন।
o    এবার বাম পাশের অংশে “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন।
o    Primary IDE Channel-এ রাইট বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
o    এবার Advanced Settings ট্যাবে Device Type0-এ “Autodetect “-এর জায়গায় “None” select করুন।

11 আপনার পিসির বুট দ্রুততর করুনঃ ডিজিটাল জোন | Techtunes
ডিজিটাল জোন
o   এবার OK করে Computer Management উইন্ডোটি বন্ধ করুন।
o    এবার আপনার সিস্টমটি রিস্টার্ট করুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ….

0 comments:

Post a Comment