” আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার “

Friday, March 4, 2011



সবাইকে অনেক ছোট্ট একটি উপহার দেয়ার জন্য আমার এই টিউন। জানিনা এই সফটওয়্যার নিয়ে আগে টিউন হয়েছে কি না। যদি কেউ করে থাকেন তবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। সফটওয়্যারটির নাম Aiseesoft MKV converter। এই সফটওয়্যারটি ২৭.২ মেগা। সফটওয়্যারটি লাইসেন্স এর কোন ঝামেলা নেই।   আমার যে জন্য এত ভাল লাগে তার কারন হল  এটি দিয়ে আপনি ০.৯৯ গিগার একটি MPEG Movie ফাইল ৩০০- ৫০০ মেগা  MPEG-4 Movie (.mp4)  করতে পারবেন। তবে ভিডিওটি হতে হবে ২৫- ৪০ মিনিটের। সময় লাগে মাত্র ১০-১৫ মিনিট। যদি ভিডিওটি  ৪০-৬০ মিনিটের  হয় তখন ৬০০-৭০০ মেগা করা যায় । আর সবচেয়ে মজার বিষয় হল কনভাট করার পরেও ভিডিওটির রেজুলেশন আগের মতই থাকবে তবে ক্ষেত্র বিশেষ ১৯-২০ হতে পারে। আর এই সফটওয়্যারটি দিয়ে যে শুধু   MPEG Movie ফাইলকে MPEG-4 Movie (.mp4) করা যায় তা কিন্তু নয়। যে কোন ভিডিও  ফাইল  থেকে  আরও অনেক ফরমেটে ভিডিও ফাইল করা যায় যেমনঃ WMV, AVI, MKV, 3GP ইত্যাদি।  এছাড়া  ভিডিও ফাইল কেটে ছোট করা, ভিডিও থেকে অডিও করা  আরও অনেক কাজ করা যায়। এবং অনেক মোবাইলের জন্যও কনভাট করা যায়। এবার আসুন সফটওয়্যারটির ব্যবহার শিখি।  প্রথমে Add বাটনে গিয়ে ফাইলটি Add করে নিন।
kamrul014  আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার  | Techtunes
তারপর  profile গিয়ে MPEG-4 Movie (.mp4)  ফরমেট সিলেক্ট করুন।
kamrul02  আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার  | Techtunes
এরপর settings গিয়ে আমি যে ভাবে setting করেছি ঠিক সে ভাবে setting করুন। আপনার প্রয়োজন অনুযাই আপনি change করতে পারেন  তবে সে ক্ষেত্রে ভিডিও রেজুলেশন ও মেগা  আমার দেয়া তথ্যের সাথে নাও মিলতে পারে।
kamrul03  আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার  | Techtunes
এবার Start বাটনে ক্লিক করুন এবং তার পর কাজ শেষে উপভোগ করুন।
kamrul04  আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার  | Techtunes
Trim দিয়ে আপনি আপনার ইচ্ছে মত  ভিডিও ফাইল কাটতে পারবেন। যেমন ভিডিও ফাইল ৩০ মিনিটের  কিন্তু আপনি  চাচ্ছেন প্রথম ও শেষের কিছু অংশ বাদ দিতে। সে ক্ষেত্রে শুরু ও শেষর মিনিট লিখে ওকে দিয়ে Start দিন।
kamrul051  আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার  | Techtunes
আর Crop দিয়ে আপনি ভিডিওটির  উপরে, নিচে, ডানে,বামে অতিরিক্ত অংশ বাদ দিতে পারবেন।
kamrul06  আমার কাছে সবচেয়ে ভাল লাগা কনভাটার  | Techtunes
সবাই ভাল থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।

ডাউন লিংক :

0 comments:

Post a Comment