সবচেয়ে সহজ উপায়ে তৈরী করুন আপনার একটি নিজস্ব ওয়েব সাইট…. (পর্ব ১)

Friday, March 25, 2011


আসসালামু আলাইকুন । আশাকরি সবাই ভালো আছেন। আমি টেকটিউনসে বহুদিন পর টিউন করছি। কিন্তু আমি টেকটিউনসের একজন নিয়মিত সদস্য। নেটে ডুকলে প্রথমেই টেকটিউনসে ঢু মারি। যাই হোক আপনাদের আমি ধাপে ধাপে সবচেয়ে সহজে ওয়েব সাইট তৈরী করা শিখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে এই সাইটে প্রবেশ করুন।
তারপর ফরমের সবগুলো ফরম পূরণ করুন । তারপর registration ক্লিক করুন। ব্যস এখন আপনার মেইলে confirmation link এ ক্লিক করে registration complete করুন। এখন এখন আপনি আপনার Webtop administrative password দিন (এটি একটু ভিন্ন ধরনের পাসওয়ার্ড দিন)। তারপর একটি Secret question সিলেক্ট করে তার উত্তর দিন (আপনাকে এই প্রশ্নের সম্মুক্ষীন হতে পারে, তাই উত্তরটি মনে রাখবেন । তারপর আপনার লগইন পাসওয়ার্ড দিয়ে save করুন। এথন আপনি আপনার সাইটের নাম দিয়ে একটি প্রাইমারী ডোমেইন সিলৈক্ট করূন (পরবর্তীতে ডোমেইন রেজিঃ করা শেখানো হবে eg. www.yoursite.tk) এখন security code দিয়ে continue click করুন। এখন আপনি আপনার administrative password দিয়ে আপনার সাইট confirm করুন। এখন আপনি আপনার সাইটের control panel এ ক্লিক করুন। Snap2 সবচেয়ে সহজ উপায়ে তৈরী করুন আপনার একটি নিজস্ব ওয়েব সাইট.... (পর্ব ১) | Techtunes
এখন আপনি উপরের ছবির মত দেখতে পাবেন। সাইট নামের জায়গায় আপনা সাইটেন নাম লিখুন। সাইট ডিজাইনের জায়গায় আপনি select design click করে আপনার সাইটের ডিজাইন নির্বাচন করুন। সাইটের ভাষা english select করে continue করুন। Snap3 সবচেয়ে সহজ উপায়ে তৈরী করুন আপনার একটি নিজস্ব ওয়েব সাইট.... (পর্ব ১) | Techtunes
এখন আপনি আপনার সাইটের মডুইল গুলো সিলেক্ট করে continue click করুন। ব্যস তৈরী হয়ে গেল আপনার নিজস্ব সাইট। পরবর্তীতে আরো শিখানো হবে।

0 comments:

Post a Comment