কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ই আমাদেরকে স্ক্রীনশট নিতে হয়। বিশেষ করে আমরা যারা নেট এ বিচরণ করি। আর এ ক্ষেত্রে অসাধারন একটি সফটওয়্যার  হচ্ছে PicPick, এ সফটওয়্যারটির অন্যতম সেরা বৈশিষ্ট হচ্ছে এতে ইমেজ এডিট টুলম বিদ্যমান এর মাধ্যমে ফটোশপের মতোই ইমেজ এডিটও  করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এই ফ্রি ওয়্যার সফটওয়্যারটি দিয়ে চলমান উইন্ডো বা ওয়েবপেইজের নানা ধরণের স্ক্রীনশট নেয়া যাবে। পুরো স্ক্রীন ও স্ক্রীনের  যে কোনো অংশের ইচ্ছানুযায়ী শট নিতে এটি বেশ কার্যকরী । এ ছাড়াও সফটওয়্যারটি ব্যবহার করে ব্রাইটনেস,কনট্রাষ্ট,কালার প্যালেট,ইফেক্টসহ এই ইমেজের সব ধরনের কাজও করা যাবে।
বিস্তারিত জানার জন্য ও সফটওয়্যারটির ডাউনলোডলিন্ক পেতে চাইলে এখানে ক্লিক করুন