অনেক সময় উইন্ডোজের টাস্ক বারে গোলাকৃতির মেসেজ দেখায়,এগুলোকে উইন্ডোজের বেলুন টিপস বলে। আপনি ইচ্ছা করলে এটি বন্ধ করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১. start এ ক্লিক করুন
২. Run-এ যান
৩. regedit লিখে এন্টার চাপুন
৪. HKEY_CURRENT_USERS\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\ -এ যান ও মাউসের রাইট বাটন ক্লিক করে New তে গিয়ে DWROD value সিলেক্ট (Advanced –এর ওপর রাইট বাটন ক্লিক করতে হবে) করুন। লক্ষ্য করুন, ডানপাশের নিচে একটি নতুন রেজিস্ট্রি তৈরী হয়েছে,এর নাম দিন EnableBalloonTips।
৫. EnableBalloonTips এ ডাবল ক্লিক করে এর value data 0 দিন
১. start এ ক্লিক করুন
২. Run-এ যান
৩. regedit লিখে এন্টার চাপুন
৪. HKEY_CURRENT_USERS\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\ -এ যান ও মাউসের রাইট বাটন ক্লিক করে New তে গিয়ে DWROD value সিলেক্ট (Advanced –এর ওপর রাইট বাটন ক্লিক করতে হবে) করুন। লক্ষ্য করুন, ডানপাশের নিচে একটি নতুন রেজিস্ট্রি তৈরী হয়েছে,এর নাম দিন EnableBalloonTips।
৫. EnableBalloonTips এ ডাবল ক্লিক করে এর value data 0 দিন
0 comments:
Post a Comment