আমরা এখন অনেকেই বাংলালায়ন ওয়াইমাক্স এর ইউএসবি মডেম বাব্যহার করি। যারা প্রথমদিকে বের হওয়া ZTE AX226 মডেলের মডেমটি কিনেছেন তা দেখতে ছিল এরকম।

এর সাথে দেওয়া ড্রাইভার ইন্সটল করলে ওয়াইমাক্স কানেকশান ম্যানেজার দেখা যেত নিচের ছবিটির মত যা হয়ত কারো কাছে পছন্দের না।

না হওয়ারই কথা, এত টাকা দিয়ে মডেম কিনলেন আর তার ইউজার ইন্টারফেস এত খারাপ? তাছাড়া “Banglalion Banglalion” ভাব ও নেই। কেউ দেখলে হয়ত বলবে যে অজানা কোনো ISP এর কানেকশান ম্যানেজার। তাই চলুন এখনি বদলে দেই কানেকশান ম্যানেজার এর স্কিন।
প্রথমে এই ফাইল টা ডাউনলোড করেন। এখানে ক্লিক করুন।
তারপর ৩২বিট উইন্ডোজ বাব্যহারকারীরা জিপ ফাইলটিকে C:\Program Files\ZTE WiMAX CM\cm\Skin\default এই ফোল্ডার এ এক্সট্রাক্ট করুন। আর ৬৪বিট বাব্যহারকারীরা C:\Program Files (x86)\ZTE WiMAX CM\cm\Skin\default এ এক্সট্রাক্ট করুন। ১৫টি স্কিন ফাইল রিপ্লেস করে দিন। অর্থাৎ জিপ ফাইলটার ভেতরের ১৫টা ফাইল উপরের ফোল্ডার এ রাখতে হবে। তারপর আপনার ওয়াইমাক্স কানেকশান ম্যানেজার চালু করে দেখুন নিচের মত লাগে কিনা।


কী খুশি তো? সবার ভালো না ও লাগতে পারে। না লাগলে আমার উপর রাগ করে আবার মডেম এর সফটওয়্যার রি-ইন্সটল করার দরকার নাই। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন আসল স্কিন ফাইল গুলো। তারপর আগের মতই রিপ্লেস করে নিন।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন। আর হ্যা, যাদের ওয়াইমাক্স কানেকশান ম্যানেজার দেখতে এরকম, শুধু তারাই এভাবে স্কিন বদলাতে পারবেন।

এর সাথে দেওয়া ড্রাইভার ইন্সটল করলে ওয়াইমাক্স কানেকশান ম্যানেজার দেখা যেত নিচের ছবিটির মত যা হয়ত কারো কাছে পছন্দের না।

না হওয়ারই কথা, এত টাকা দিয়ে মডেম কিনলেন আর তার ইউজার ইন্টারফেস এত খারাপ? তাছাড়া “Banglalion Banglalion” ভাব ও নেই। কেউ দেখলে হয়ত বলবে যে অজানা কোনো ISP এর কানেকশান ম্যানেজার। তাই চলুন এখনি বদলে দেই কানেকশান ম্যানেজার এর স্কিন।
প্রথমে এই ফাইল টা ডাউনলোড করেন। এখানে ক্লিক করুন।
তারপর ৩২বিট উইন্ডোজ বাব্যহারকারীরা জিপ ফাইলটিকে C:\Program Files\ZTE WiMAX CM\cm\Skin\default এই ফোল্ডার এ এক্সট্রাক্ট করুন। আর ৬৪বিট বাব্যহারকারীরা C:\Program Files (x86)\ZTE WiMAX CM\cm\Skin\default এ এক্সট্রাক্ট করুন। ১৫টি স্কিন ফাইল রিপ্লেস করে দিন। অর্থাৎ জিপ ফাইলটার ভেতরের ১৫টা ফাইল উপরের ফোল্ডার এ রাখতে হবে। তারপর আপনার ওয়াইমাক্স কানেকশান ম্যানেজার চালু করে দেখুন নিচের মত লাগে কিনা।


কী খুশি তো? সবার ভালো না ও লাগতে পারে। না লাগলে আমার উপর রাগ করে আবার মডেম এর সফটওয়্যার রি-ইন্সটল করার দরকার নাই। এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন আসল স্কিন ফাইল গুলো। তারপর আগের মতই রিপ্লেস করে নিন।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন। আর হ্যা, যাদের ওয়াইমাক্স কানেকশান ম্যানেজার দেখতে এরকম, শুধু তারাই এভাবে স্কিন বদলাতে পারবেন।

0 comments:
Post a Comment